WB Madrash service commission Bengali Syllabus IX & X

WB Madrasah Service Commission Bengali Syllabus IX & X

 

পাঠক্রম
বাংলা

১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত “সাহিত্য সঞ্চয়ন’ (প্রথম ভাষা- নবম ও দশম শ্রেণি), “সাহিত্য সম্ভার” (দ্বিতীয়ভাষা-নবম ও দশম শ্রেণি), “পোফেসর শঙ্কুর ডায়রি, “কোনি” অবলম্বনে প্রশ্ন রচিত হবে।

২। সাহিত্যের ইতিহাস:

ক. প্রাচীন ও মধ্যযুগ

চর্যাপদ

শীকৃষ্ণকীর্তন

মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্ রায়, বিজয় গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী
কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশীরাম দাস

বৃন্দাবন দাস, কৃষ্ণনাস কবিরাজ

আলাওল, দৌলত কাজি

মধ্যযুগের ইসলামী সাহিত্য

খ. আধুনিক যুগ (বিশ শতক পর্যন্ত)
বিষয়: উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা

গদ্য পেবন্ধ) সাহিত্য: বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতিকুমার চটে
পাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, মীর মোসারফ হোসেন; জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ
কাব্য সাহিত্য: মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু,
জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বেগম রোকেয়া, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়
সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, সৈয়দ মোস্তাফা সিরাজ
নাটক: মধুসুদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর

৩ । বাংলা সাহিত্য: নতুন দিগন্ত (অনুবাদ ও অনুষঙ্গ):

ক. ভারতীয় সাহিত্য কালিদাস, শূদ্রক, কবীর, ইকবাল, ভানুভক্ত, অমৃত পীতম, প্লেমচন্দ, বিজয় তেন্ডুলকার,
গোপীনাথ মহান্তি, আইয়াপ্লা পানিক্কর
মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেসট হেমিংওয়ে, টি.এস.এলিয়ট
৪। ইংরেজী থেকে বাংলায় অনুবাদ

৫ ব্যাকরণ:

ধৃনি ও ধুনি পরিবর্তন:
ক। ধুনি- বাংলা ধুনির শ্রেণিবিভাগসহ বিস্তারিত আলোচনা।
খ। ধুনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি।
গ। সন্ধি
শব্দগঠন: উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়
বাংলা শব্দ-ভান্ডার
শব্দ ও পদ্: বিশেষ্য- বিশেষণ-সর্বনাম-অব্যয়-ক্রিয়া বিস্তারিত আলোচনা
কারক ও অ-কারক সম্পর্ক: শ্রেণিবিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণিবিভাগ
সমাস: পরিভাষা ও তাদের ব্যাখ্যা, শ্রেনিবিভাগ
বাক্য:
ক, বাক্য নির্মাণের শর্ত- যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি
খ. উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা
ঘ., বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণিবিভাগ
৬ঙ. বাক্যের রূপান্তর- গঠন ও অর্থ অনুসারে
* বাচ্য: শ্রেণিবিভাগ বাচ্য পরিবর্তন

PDF Downlode-Bengali Subject Syllabus IX&X

Leave a Comment